Header Border

গাইবান্ধা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২০ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২°সে

বৈরী আবহাওয়ায় গাইবান্ধায় আমন ধানসহ ফসলাদির ক্ষতির আশঙ্কা

বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাব পড়েছে গাইবান্ধায়। এর ফলে মাঝারি ধরণের বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এমন বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের রোপা আমন ধান এবং শাক-সবজিসহ বিভিন্ন ফসলাদির ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধার কৃষকের মাঠে আমন ধান ও অন্যান্য ফসলাদির ক্ষতির চিত্র দেখা গেছে।

জানা য়ার,  বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। এটির প্রভাবে গাইবান্ধা জেলার সর্বত্র গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে শুরু হয়ে শনিবার (২৪ অক্টোবর) দুপুর পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে অব্যাহত রয়েছে দমকা হাওয়া। হঠাৎ করে আবহাওয়ার এমন বিরূপ আচারণে কৃষকদের রোপা আমন ধানের গাছগুলো হেলে পড়েছে পানির উপরে। এছাড়াও সম্প্রতি মাঠজুড়ে শীতকালী শাক-সবজি বোনা হয়েছিল। নিম্নচাপের টানা বৃষ্টিপাতের কারণে সেগুলোও ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।

এদিকে, কৃষি নির্ভশীল গাইবান্ধা জেলায় গত মাসে বয়ে গেছে ভয়াবহ বন্যা। এ বন্যায় নিম্নাঞ্চলের কৃষকদের রোপা আমন ধানসহ হাজার হাজার হেক্টর ফসলাদির ক্ষতি হয়েছে। এসময় উঁচু এলাকার আমন ধানের ক্ষেতগুলো আংশিক ক্ষতি হলেও অধিকাংশ ক্ষেতের ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন কৃষকরা। ইতোমধ্যে ওইসব আমন ক্ষেতে ধান বের হতে শুরু করছিল। এরই মধ্যে নিম্নচাপের প্রভাবে ধান গাছগুলো হেলে পড়েছে পানির উপরে। হেলে পড়া এসব ফসল ঘরে তোলা সম্ভব নয় বলে ধারণা করছে প্রান্তিক কৃষকরা। দফায় দফায় এমন দুর্যোগের কবলে কৃষকদের অপূরণীয় ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছে। কীভাবে ঘুরে দাঁড়াবে এমন দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে ক্ষতিগ্রস্ত কৃষকদের।

সাঘাটা এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক মহির উদ্দিন ব্যাপারী বলেন, কিছুদিন আগে বয়ে যাওয়া বন্যায় সর্বশান্ত হয়েছি। এটি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ঋণ করে ৫ বিঘা জমিতে আমন ধান রোপন করাসহ শাক-সবিজ চাষাবাদ করেছিলাম। ফের বৈরী আবহাওয়ায় এসব ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

গাইবান্ধা জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কবল থেকে যাতে করে কৃষকরা কিছু ফসলের রেহাই পায়, সে বিষয়ে তাদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গরুর দল নিয়ে কোমর পানিতে কৃষক 
সুন্দরগঞ্জে বাঁধের ধারে সবজি চাষে ঝঁকছে কৃষক
ফলোআপ: সাদুল্লাপুর শহরের সড়ক দখলমুক্ত করতে ইউএনও’র নির্দেশ
সাদুল্লাপুরে তথ্য অফিসের উঠান বৈঠক ও সঙ্গীতানুষ্ঠান
সাদুল্লাপুরে ব্যবসায়ী-পরিবহনের দখলে সড়ক,  যানজটে দুর্ভোগ চরমে
সাদুল্লাপুরে বৈতের নামে ৫০ মণ মাছ নিধন,  ফের মাছ ধরার আহবান

আরও খবর