Header Border

গাইবান্ধা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২০ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৩°সে

সাদুল্লাপুরে বৈতের নামে ৫০ মণ মাছ নিধন,  ফের মাছ ধরার আহবান

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বৈতের নামে লিজকৃত জমির ৫০ মণ মাছ নিধন করেছে কিছু অসাধু মানুষ। একই স্থানে সোমবার (৯ নভেম্বর) সকালে ফের মাছ ধরার আহবান জানিয়ে হাট-বাজারে ঢোল পিটিয়েছে বৈতের সরদার হালিম মিয়া ও কালাম মিয়া।

রোববার (৮ নভেম্বর) এ বিষয়ে সাদুল্লাপু থানায় একটি লিখিত অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত শফিকুল শেখ নামের এক মাছ চাষি।

অভিযোগ বিবরণে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের মৃত বছের শেখের ছেলে শফিকুল শেখ স্থানীয় ৮৫ শতক জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। এমতাবস্থায় গাইবান্ধার সদর উপজেলার বৈতের সরদার হালিম মিয়া ও কালাম মিয়া ওইস্থানে মাছ ধরার জন্য হাট-বাজারে ঢোল পিটিয়ে ৩ নভেম্বর সকালে শত শত লোক নিয়ে প্রায় ২০ মণ মাছ অবাধে ধরে নিয়ে যায়। এরপর ৮ নভেম্বর সকালে একই কায়দা প্রায় সহসাধিক বৈতাল নিয়ে প্রায় ৩০ মণ মাছ নিধন করা হয়েছে। এসময় শফিকুল শেখ বাঁধা দিতে গেলে বৈতালদের হুমকির শিকার হন তিনি। এমনকি তাকে মারডাংয়ের উপক্রম হলে দৌঁড়ে পালিয়ে রক্ষা পায়। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে শফিকুলের । তবুও ক্ষান্ত হয়নি বৈতের সরদার হালিম মিয়া ও কালাম মিয়া। ফের সোমবার (৯ অক্টোবর) সকালে শফিকুলের ওই লিজকৃত ওই জমিতে মাধ ধরার আহবান জানানো হয়েছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে লিজকৃত জমিতে মাছ প্রতিপালন করছিলাম। বৈতের নামে অবৈধভাবে সেই মাছগুলো নিধন করেছে বৈতালরা। সোমবার (৯ নভেম্বর) আবারও মাছ ধরলে পথে বসা ছাড়া কোন উপায় নেই। পুঃনরায় যেন তারা মাছ ধরতে না পারে, সেবিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, বৈতের নামে মাছ নিধনে থানায় একটি অভিযোগ করেছে শফিকুল শেখ। সোমবারের বিষয়টা দেখা হবে।

(ছবি প্রতীকি)

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গরুর দল নিয়ে কোমর পানিতে কৃষক 
সুন্দরগঞ্জে বাঁধের ধারে সবজি চাষে ঝঁকছে কৃষক
ফলোআপ: সাদুল্লাপুর শহরের সড়ক দখলমুক্ত করতে ইউএনও’র নির্দেশ
সাদুল্লাপুরে তথ্য অফিসের উঠান বৈঠক ও সঙ্গীতানুষ্ঠান
সাদুল্লাপুরে ব্যবসায়ী-পরিবহনের দখলে সড়ক,  যানজটে দুর্ভোগ চরমে
থোকা থোকা ফুলের ফাঁকে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আরও খবর