Header Border

গাইবান্ধা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২০ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২°সে

বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত, স্থবির ব্যবসা বানিজ্য

গাইবান্ধার প্রত্যান্ত অঞ্চলে গত ৩০ ঘন্টা ধরে অব্যাহত রয়েছে গুড়িগুড়ি বৃষ্টি ও হিমেল হাওয়া। এমন বৈরী আবহাওয়ার প্রভাবে জনজীবনে নেমে এসেছে বিপর্যস্ত । স্থবির হয়ে পড়েছে ব্যবসা বানিজ্যও।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাগবাড়ী বাজারে আসা বৃষ্টিভেজা মানুষগুলোকে যবুথবু অবস্থায় দেখা গেছে।

জানা য়ার,  বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। এটির প্রভাবে গাইবান্ধা জেলার সর্বত্র গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে শুরু হয়ে শনিবার (২৪ অক্টোবর) বিকেল পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে অব্যাহত রয়েছে হিমেল হাওয়া। হঠাৎ করে আবহাওয়ার এমন বিরূপ আচারণে শীত শীত অনুভূত হচ্ছে। বিরাহীম বৃষ্টিপাতের কারণে বিশেষ কাজ ছাড়া অনেকে ঘর থেকে বের হচ্ছে না। কেউ কেউ নিত্যপণ্য সামগ্রী কিনতে হাট-বাজারে আসলেও বৃষ্টিভেজা শরীরে অস্বস্তিকর অবস্থায় খরচাদি করে যবুথবুভাবে বাড়ি ফিরছে। এর ফলে হাট-বাজারগুলো লোকসমাগম কম থাকায় ব্যবসা বানিজ্যও স্থবির হয়ে পড়ছে।

বিদ্যমান পরিস্থিতি সবচেয়ে বিপাকে পড়েছে রিকশা-ভ্যান চালকরা। বিরূপ আবহাওয়ার মধ্যেও তারা পেটের তাগিদে রাস্তায় বের হয় কিন্তু যাত্রী সংকটের কারণে চাহিদা অনুযায়ী উপার্জন নেই তাদের । ফলে ঠিকমত কিনতে পারছে না নিত্যপ্রয়োজনীয় খরচাদি। খেটে খাওয়া মানুষরা সাময়িকভাবে দুর্ভোগের শিকার হচ্ছে।

ব্যাটারী চালিত ভ্যান চালক রহিম মিয়া বলেন, বছরজুড়ে  নানা দুর্যোগ লেগেই রয়েছে। কয়েক মাস আগে করোনা পরিস্থিতে লকডাউনের কবলে গৃহবন্দি থাকতে হয়েছে। এরপর ৪ দফায় বয়ে গেল ভয়াবহ বন্যা। এসবের রেস কাটতে না কাটতেই ফের শুরু হয়েছে নিম্নচাপের প্রভাব।

তিনি আরো বলেন, একটার পর আরেকটা দুর্যোগ লেগে থাকলে গরিব মানুষের মরা ছাড়া বাঁচার উপায় থাকবে না।

সাদুল্লাপুর বাজার বনিক সমিতির সভাপতি শফিউল আলম স্বপন বলেন, গতকাল থেকে টানা বৃষ্টি দমকা হাওয়ার ফলে লোকজনের উপস্থিতি কম রয়েছে। এতে করে ব্যবসা বানিজ্য মন্দাভাব দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গরুর দল নিয়ে কোমর পানিতে কৃষক 
সুন্দরগঞ্জে বাঁধের ধারে সবজি চাষে ঝঁকছে কৃষক
ফলোআপ: সাদুল্লাপুর শহরের সড়ক দখলমুক্ত করতে ইউএনও’র নির্দেশ
সাদুল্লাপুরে তথ্য অফিসের উঠান বৈঠক ও সঙ্গীতানুষ্ঠান
সাদুল্লাপুরে ব্যবসায়ী-পরিবহনের দখলে সড়ক,  যানজটে দুর্ভোগ চরমে
সাদুল্লাপুরে বৈতের নামে ৫০ মণ মাছ নিধন,  ফের মাছ ধরার আহবান

আরও খবর