Header Border

গাইবান্ধা বুধবার, ২১শে অক্টোবর, ২০২০ ইং | ৫ই কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৭°সে

শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে বর্বরোচিতভাবে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তদেরসহ সারাদেশে সংঘটিত নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নং ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নারী সংগঠনের সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, লিজা উল্যা, ছাত্র ফ্রন্টের সভাপতি পরমানন্দ দাস, সাধরন সম্পাদক রাহেলা সিদ্দিকা, মাহবুব আলম মিলন প্রমুখ।

বক্তারা বলেন, নোয়াখালী বেগমগঞ্জে দুষ্কৃতিকারী বখাটে দেলোয়ার বাহিনী কর্তৃক প্রকাশ্যে বর্বরোচিত নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িত বখাটে দেলোয়ার ও তার বাহিনীর অন্যান্য সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, “এদেশে বখাটে, ধর্ষক, নারী লাঞ্ছনাকারীরা শাস্তি পায় না, বরং নিরাপরাধ ভুক্তভোগীকেই বারবার লাঞ্ছিত হতে হয়। ভয়ে ভীত হয়ে থাকতে হয়। আইন অপরাধীদের খুঁজে পায় না। বিচারহীনতার কারনে এসব ঘটনা ঘটছে। পুঁজিবাদী ভোগবাদী সংস্কৃতি এর জন্য দায়ী। তার কারনে দীর্ঘ হচ্ছে নির্যাতিতার সারি। অতীতে এমন ঘটনা বারবার ঘটেছে। নারীর নিরাপত্তা বিধানে সরকার ও প্রশাসনের উপর্যুপরি ব্যর্থতায় অপরাধীদের দৌরাত্ম্য দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে।” নেতৃৃবৃন্দ সকল মুক্তমনা মানুষকে এই জঘন্য অন্যায়ের বিরুদ্ধে রুখেম দাঁড়ানোর এবং সেই সাথে নারী নির্যাতন প্রতিরোধে গনতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সাঘাটার রামনগর গ্রাম নদীভাঙন হতে রক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ঘাঘট নদীর তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি
সাদুল্লাপুরে তথ্য অফিসের উঠান বৈঠক  
৫ দফা দাবিতে গাইবান্ধায় ফারিয়ার কর্মবিরতি ও মানববন্ধন
গাইবান্ধায় বিআরডিবির প্রশিক্ষণ সনদ, ঋণের চেক, গাছের চারা ও বীজ বিতরণ
গাইবান্ধায় ডিডিবায়ো প্রোগ্রামের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আরও খবর