Header Border

গাইবান্ধা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২০ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২°সে

সাদুল্লাপুরে বয়স্ক-বিধবা ও নিগৃহীত ভাতা’র আবেদন ১৬৯৭০ জনের

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা কার্যক্রমে অনলাইনের মাধ্যমে ১৬ হাজার ৯৭০ জন পুরুষ-নারী আবেদন জমা করেছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গাইবান্ধার দারিদ্রপ্রবণ উপজেলা সাদুল্লাপুর। এ উপজেলায় বয়স্ক (পুরুষ-নারী) ভাতা কার্যক্রম এবং বিধবা ও স্বামী নিগৃহীত নারী ভাতা কার্যক্রমের আওতায় শতভাগ ভাতা কভারেজের জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পত্রের পরিপ্রেক্ষিতে সাদুল্লাপু উপজেলা সমাজসেবা বিভাগ কর্তৃক এটি বাস্তবায়ন কল্পে ওইসব ভাতা যোগ্যদের অনলাইনের মাধ্যমে আবেদন আহবান করা হয়। এতে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বয়স্ক (পুরুষ-নারী) ৯ হাজার ৪৯৯ জন এবং বিধবা ও স্বামী নিগৃহীত নারী ৭ হাজার ৪৭১ জন আবেদন জমা করে। সর্বমোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭০ জনে।

এসব তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায় বলেন, বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে প্রাপ্যদের ভাতা’র সুবিধা দেওয়া হবে। এটি আগামী জানুয়ারীতে সম্পন্ন হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গরুর দল নিয়ে কোমর পানিতে কৃষক 
সুন্দরগঞ্জে বাঁধের ধারে সবজি চাষে ঝঁকছে কৃষক
ফলোআপ: সাদুল্লাপুর শহরের সড়ক দখলমুক্ত করতে ইউএনও’র নির্দেশ
সাদুল্লাপুরে তথ্য অফিসের উঠান বৈঠক ও সঙ্গীতানুষ্ঠান
সাদুল্লাপুরে ব্যবসায়ী-পরিবহনের দখলে সড়ক,  যানজটে দুর্ভোগ চরমে
সাদুল্লাপুরে বৈতের নামে ৫০ মণ মাছ নিধন,  ফের মাছ ধরার আহবান

আরও খবর