Header Border

গাইবান্ধা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২০ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৩°সে

বন্যায় ভাঙন সড়কে বাঁশের সাঁকো নির্মাণ করলো গ্রামবাসী

গেল বন্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দুর্গাপুর-চিকনীর বিল এলাকায় ভেঙেছে কাঁচা সড়ক। ফলে চলাচলে দুর্ভোগে পড়ে সহস্রাধিক মানুষ। এটি থেকে রেহাই পেতে গ্রামবাসীর অর্থায়ণে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলার চাঁদ করিম থেকে দুর্গাপুর মণ্ডলপাড়া ঘেসে এনায়েতপুর বাজার পর্যন্ত এ সড়কের চিকনীর বিল নামকস্থানে বাঁশের সাঁকোটি স্থানীয় যুবলীগের উদ্যোগে ও গ্রামবাসীর অর্থায়নে নির্মাণ করা হয়।

জানা যায়, গত সেপ্টেম্বর মাসে বয়ে যাওয়া বন্যায় সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন পাকা-কাঁচা সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে জামালপুর ইউনিয়নের দুর্গাপুর-চিকনীর বিল নামকস্থানে একটি ব্রিজ থাকলেও, বন্যা চলাকালীন সময়ে সেটি দিয়ে পানি প্রবাহের বাঁধাগ্রস্ত হয়। অস্বাভাবিক পানি বৃদ্ধিতে ব্রিজটির পাশে প্রায় ৩০ ফুট সড়ক ভেঙে যায়। এতে করে জেলা-উপজেলা শহরের সঙ্গে দুর্গাপুরসহ বেশ কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতাবস্থায় ভেঙে যাওয়া স্থানটি সংস্কারের জন্য সংশ্লিষ্টকে জানানো হলেও কোনো ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়নি বলে ভুক্তভোগি জনগণের অভিযোগ।

স্থানীয় যুবলীগ নেতা রাসেল মণ্ডল বলেন, গেল বন্যায় দুর্গাপুর-চিকনীর বিল নামস্থানে সড়ক ভেঙে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। ফলে এলাকাবাসীর অর্থায়নে ভাঙনস্থানে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।

দুর্গাপুর কাদেরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোসলেম আলী বলেন, ওই স্থানে ভেঙে যাওয়ার ফলে অত্রালাকার শিক্ষার্থীরা চলাচলে চরম ভোগান্তিতে পড়েছিলো। দায়িত্বশীলদের হেয়ালীপনা থাকায় স্থানীয়দের উদ্যোগে সাঁকো তৈরী করায় তাদেরকে সাধুবাদ জানাচ্ছি।

সাাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী এ.এইচ.এম কামরুল হাসান রনী বলেন, ইউনিয়ন পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গরুর দল নিয়ে কোমর পানিতে কৃষক 
সুন্দরগঞ্জে বাঁধের ধারে সবজি চাষে ঝঁকছে কৃষক
ফলোআপ: সাদুল্লাপুর শহরের সড়ক দখলমুক্ত করতে ইউএনও’র নির্দেশ
সাদুল্লাপুরে তথ্য অফিসের উঠান বৈঠক ও সঙ্গীতানুষ্ঠান
সাদুল্লাপুরে ব্যবসায়ী-পরিবহনের দখলে সড়ক,  যানজটে দুর্ভোগ চরমে
সাদুল্লাপুরে বৈতের নামে ৫০ মণ মাছ নিধন,  ফের মাছ ধরার আহবান

আরও খবর