Header Border

গাইবান্ধা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২০ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২°সে

সাদুল্লাপুরে বোনের সন্ধানে ভাই দিশেহারা

মানসিক প্রতিবন্ধী বেলী বেগম। বয়স প্রায় ৪২ বছর। হঠাৎ করে বাড়ি থেকে বেড়িয়ে ফিরে আসেনি তিনি। নিখোঁজ এই বোনের সন্ধানে বড় ভাই আইয়ুব আলী দিশেহারা হয়ে পড়েছে।
বেলী বেগম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামের মৃত্যু মহির উদ্দিনের মেয়ে। তার গায়ের রং-শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট, পড়নে ছিল প্রিন্টের শাড়ী।
স্বজনরা জানায়, মানসিক-শারীরিক প্রতিবন্ধী বেলী বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। এরই মধ্যে ১০ অক্টোবর বিকেলের দিকে বাড়ির লোকজনের অজান্তে কোথায় যেন বেড়িয়ে পড়ে। তখন থেকে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করলে, অদ্যবদিও সন্ধান মেলেনি তার। তাই নিখোঁজ বেলী বেগমের সন্ধান চায় স্বজনরা।
আইয়ুব আলী জানান, বেলী বেগম মানসিক রোগি হলেও, ছোট বোন হিসেবে অতি আদরের ছিল আমার। আত্নীয়-স্বজনসহ বিভিন্ন জায়গা খোঁজখবর করা হলেও আজও তাকে পাওয়া যায়নি। ফলে বোনটির চিন্তায় ঠিকমত কাজকর্ম বা খেতেও পারিনা। এমনকি নির্ঘুম রাত কাটে আমার।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, বেলী বেগম নিখোঁজের ঘটনায় ৬ নভেম্বর থানায় একটি জিডি করেছে আইয়ুব আলী। যার নম্বর ২৬৪।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গরুর দল নিয়ে কোমর পানিতে কৃষক 
সুন্দরগঞ্জে বাঁধের ধারে সবজি চাষে ঝঁকছে কৃষক
ফলোআপ: সাদুল্লাপুর শহরের সড়ক দখলমুক্ত করতে ইউএনও’র নির্দেশ
সাদুল্লাপুরে তথ্য অফিসের উঠান বৈঠক ও সঙ্গীতানুষ্ঠান
সাদুল্লাপুরে ব্যবসায়ী-পরিবহনের দখলে সড়ক,  যানজটে দুর্ভোগ চরমে
সাদুল্লাপুরে বৈতের নামে ৫০ মণ মাছ নিধন,  ফের মাছ ধরার আহবান

আরও খবর