Header Border

গাইবান্ধা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২০ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২°সে

ফলোআপ: সাদুল্লাপুর শহরের সড়ক দখলমুক্ত করতে ইউএনও’র নির্দেশ

সাদুল্লাপুরে ব্যবসায়ী-পরিবহনের দখলে সড়ক, তীব্র যানজটে দুর্ভোগ চরমে শিরোনামে ‘গাইবান্ধাবার্তা.কমসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এ সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হলে, সেটি দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছেন ইউএনও মো. নবীনেওয়াজ।

এমন নির্দেশের পরিপ্রেক্ষিতে বুধবার (১১ নভ্ম্বের) রাত ৯ টার দিকে সাদুল্লাপুর বাজার বনিক সমিতি কর্তৃক ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। 

সমিতিটির সভাপতি শফিউল ইসলাম স্বপন বলেন, সাদুল্লাপুর চৌমাথা মোড়ে সড়ক দখল নিয়ে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ফল-মূলের ব্যবসা করে আসছিলেন। এর কারণে নিত্যদিন যানজট সৃষ্টি হয়। তাই যানজটমুক্ত করতে অবৈধ স্থাপনাকারী ব্যবসায়ীদেরকে দোকানপাট সড়ানোর জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ বলেন, সাদুল্লাপুর শহরের সড়ক দখলমুক্ত করতে বনিক সমিতিকে ৭ দিনের সময় দেওয়া হয়েছে। সেটি ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,গাইবান্ধার সাদুল্লাপুর শহরের প্রবেশদ্বারের মূল সড়কগুলো দখলে নিয়েছে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন পরিবহন চালকরা। সড়কের দু’পাশে অবৈধভাবে দখলদারির কারণে প্রায়ই লেগে থাকে তীব্র যানজট। ফলে পথচারীদের দুর্ভোগ যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গরুর দল নিয়ে কোমর পানিতে কৃষক 
সুন্দরগঞ্জে বাঁধের ধারে সবজি চাষে ঝঁকছে কৃষক
সাদুল্লাপুরে তথ্য অফিসের উঠান বৈঠক ও সঙ্গীতানুষ্ঠান
সাদুল্লাপুরে ব্যবসায়ী-পরিবহনের দখলে সড়ক,  যানজটে দুর্ভোগ চরমে
সাদুল্লাপুরে বৈতের নামে ৫০ মণ মাছ নিধন,  ফের মাছ ধরার আহবান
থোকা থোকা ফুলের ফাঁকে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আরও খবর