Header Border

গাইবান্ধা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২০ ইং | ১০ই কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৯°সে
শিরোনাম :
বৈরী আবহাওয়ায় গাইবান্ধায় পানিতে ভাসছে ১২০০০ হেক্টর আমন ধান বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত, স্থবির ব্যবসা বানিজ্য বন্যায় ভাঙন সড়কে বাঁশের সাঁকো নির্মাণ করলো গ্রামবাসী বৈরী আবহাওয়ায় গাইবান্ধায় আমন ধানসহ ফসলাদির ক্ষতির আশঙ্কা হাতির পিঠে ই-সেবার প্রচারণা সাদুল্লাপুরের সেই কৃষকলীগের সাধারণ সম্পাদক মতিনকে অবশেষে অব্যাহতি সাদুল্লাপুরে ঘর ও সোলার দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ সাদুল্লাপুরে অগ্নিকাণ্ডে ১০ পরিবারের ঘরবাড়ি ভস্মিভূত, ১৮ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি গাইবান্ধায় দইয়ের বাটি তৈরী করে সফলতা পেয়েছে মজিদা ও মহিদুল গাড়ী ধোয়া-মোছার কাজ করা শ্রমিকরাই চালক হয় : সভাপতি কাজী মকবুল হোসেন

আবারো লোকসানের বোঝা মাথায় নিয়ে বন্ধ হলো চিনিকল

পর্যাপ্ত আখের সরবরাহ না থাকায় ৪২ দিনে মাথায় বন্ধ হয়ে গেছে ঠাকুরগাঁও সুগার মিলের ৬২তম আখ মাড়াই মৌসুমের উৎপাদন কার্যক্রম।

ফলে চলতি মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না এ চিনিকলটি। এতে গত কয়েক বছরের মতো এবারও কয়েক কোটি টাকার লোকসান গুনতে হবে চিনিকলটিকে ।

 

গত শুক্রবার বিকেলে জেলার সুগার মিলস্ লিমিটেড এর এবারের ৬২তম আখ মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষনা করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন।

চিনিকল সুত্রে জানা গেছে,এবার জেলা সুগার মিলস এর ৬২তম আখ মাড়াই শুরু হলেও নির্ধারিত সময়ের ২মাস আগেই সমাপ্তি টানতে হলো মিল কর্তৃপক্ষকে। মাত্র ৪২ দিনের সমাপ্তি হয় এবারে আখ মাড়াই কার্যক্রমের । ৬৫ হাজার মেট্রিক টন আখ ও ৭ হাজার মে:ট: চিনি উৎপাদনের লক্ষ্য মাত্র নিয়ে এবারের কার্যক্রম শুরু করলেও ৪২ দিনে এ পর্যন্ত ৫৩ হাজার ৭শ ৩০ মে. টন আখ এবং ৩ হাজার ২শ ১মে.টন চিনি উৎপাদন হয়েছে বলে জানা গেছে।

 

মিলের ডেপুটি প্রোডাক্শন ম্যানেজার হাসানুজ্জামান বলেন,এ বছর জেলার ১৪ হাজার একর জমিতে আখ চাষ করা হয় যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই পর্যাপ্ত আখের অভাবে বন্ধ করতে হলো মিল।

মিলের মাড়াই কার্যক্রম সময়ের আগে শেষ হলেও এবার লোকসানের পরিমাণ অন্যান্য বারের তুলনায় কম হবে বলে দাবি কর্তৃপক্ষের। এছাড়াও এবছর আখচাষীরা সময়মতো আখের মূল্য পাওয়ায় আগামীবার আখ আবাদের পরিমাণও বৃদ্ধি পাবে বলেও জানায় তারা।

উল্লেখ্য, গত অর্থ বছরের ৭৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে এবারের ৬২ তম আখ মাড়াই মৌসুম শেষ হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বৈরী আবহাওয়ায় গাইবান্ধায় পানিতে ভাসছে ১২০০০ হেক্টর আমন ধান
বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত, স্থবির ব্যবসা বানিজ্য
বন্যায় ভাঙন সড়কে বাঁশের সাঁকো নির্মাণ করলো গ্রামবাসী
বৈরী আবহাওয়ায় গাইবান্ধায় আমন ধানসহ ফসলাদির ক্ষতির আশঙ্কা
হাতির পিঠে ই-সেবার প্রচারণা
সাদুল্লাপুরের সেই কৃষকলীগের সাধারণ সম্পাদক মতিনকে অবশেষে অব্যাহতি

আরও খবর